যারা কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন তারা প্রত্যেকেই রাম ও রোমের কথা অবশ্যই শুনেছেন । কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে তথ্য সংরক্ষণ করে রাখা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি । এই কম্পিউটার জগতে কম্পিউটারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে । এক হচ্ছিস প্রাইমারি মেমোরি দ্বিতীয় সেকেন্ডারি মেমোরি। আবার প্রাইমারি মেমোরিতে দুই ভাগে ভাগ করা হয়েছে । এক হচ্ছে Ram দ্বিতীয়ত Rom। এখানে আমরা রুমের ব্যাপারে আলোচনা করব।

Rom কি ? Rom এর কাজ কি ? Rom এর কয়টি ভাগ ও কি কি ?

 

         

Rom explain in Bengali

ROM কি ? What is ROM ? 

এটি কম্পিউটারের প্রাইমারি মেমোরির একটি অংশ । কেবল এটি পড়ার জন্য দিয়েছে তাই একে Rom (Read Only Memory ) বলা হয়। এটি কালো রঙের এবং বড় সাইজের হয়। এটি motherboard এ install থাকে , motherboard তো সব থাকে । 


এটা কেবল পড়ার জন্য হয় । যে কোম্পানি বানিয়েছে সে কোম্পানি ওর মধ্যে কিছু সফটওয়্যার সেট করে পাঠিয়েছে । তাই একে inbuilt software বলা হয় । যার কম্পিউটার তার কোন কথা শুনবে না কোম্পানি ঠিক যেমন ওর মধ্যে software সেট করে পাঠিয়েছে সেই অনুযায়ী কাজ করবে। এটি Inbuilt থাকে পানি ওর মধ্যে যেটি লিখে দেয় সেটা পার্মানেন্ট রয়ে যায় । ওটা আপনি মুছতে পারবেন না । আর দ্বিতীয়ত এটি non volatile হয় । 


Rom কি ধরণের মেমোরি 

Rom হচ্ছে  non Volatile memory





Non Volatile কি ?  

Non Volatile মানে এটা পরিবর্তন হতে পারে না। এটার মধ্যে যা তথ্য থাকে সেটা কখনোই মুছবে না। ওটাই Non Volatile হয় । 



Rom এর কাজ কি ? What is the function of Rom ? 


এটি যখন কোন কাজ করে তখন যদি বিদ্যুৎ চলে যায় তারপরেও সে কাজটা করতে ভুলে যায় না। বিদ্যুৎ যাওয়ার পরেও সে কাজটা করতে থাকে তাই একে বলে From Ware 


যদি ও ROM খুব ছোট হয় এবং বেশি ক্ষমতার হয় না এটি কোন ক্ষমতার হয় । এমন নয় যে এটা শুধুমাত্র কম্পিউটারে দেখা যায় এটা অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় । 





ওয়াশিং মেশিনে যে ডিজিটাল মিটার থাকে তাতে আপনারা টাইম সেট দাও । যে 20 মিনিট পর্যন্ত জামা কাপড় ধোয়া হবে , 20 মিনিট সেট করে দিয়ে । ওই যে কুড়ি মিনিট সেট করে দিলেন এবার আপনি কোথাও চলে গেলেন বা অন্য কাজ করতে শুরু করে দিলেন । এর মধ্যে ছোট্ট একটি Rom থাকে ওখানে সেট হয়ে যে 20 মিনিট পর বন্ধ হতে হবে। মেশিনটি চলতে থাকবে এর মধ্যে যদি ১০ মিনিট পর বিদ্যুৎ চলে যায় ওটা বন্ধ হয়ে যাবে । আবার যখন বিদ্যুৎ আসবে একঘন্টা পর বা দু'ঘণ্টা পর , জানেন ? মেশিনটি কোথা থেকে শুরু হবে ? আবার কুড়ি মিনিট না এটি ( non volatile) এর মনে আছে । দশ মিনিট চলেছিল আর দশ মিনিট চলতে হবে। এর স্মৃতিশক্তি এতটাই দুর্দান্ত কখনোই ভুলে যায় না ( non volatile)  


Rom এর কয়টি ভাগ ও কি কি ?
How many parts of Rom and what ?


ROM এর 3টি ভাগ 


  1. PROM ( Programmable Read Only Memory )
  2. EPROM ( Erasable Programmable Read Only Memory )
  3. EEPROM ( Electronically Erasable Programmable Read Only Memory )




অর্থাৎ Rom এর মধ্যে প্রথম থেকেই একটি প্রোগ্রাম আছে ওটা নাম PROM ( Programmable Read Only Memory ) এটা কখনোই পরিবর্তন হয় না। 

তারপর কোম্পানি বুঝতে পারে যদি আমরা কোন কিছু পরিবর্তন করি তাহলে কি হবে? 


তারপর PROM এর মধ্যে পরিবর্তন করার ক্ষমতা দিল । হয়ে গেল EPROM ( Erasable Programmable Read Only Memory ) এটার মধ্যে পরিবর্তন করা যাবে কিন্তু প্রচুর কষ্টদায়ক এটাকে বার পড়তে তারপর ওটার মধ্যে যে পুরনো তথ্য ছিল সেটা মুছে তারপর অন্য ডাটা এতে পূরণ করা হয়। 


ধীরে ধীরে উন্নয়ন আরো এগিয়ে এলো এই EPROM যে ছিল তার মধ্যে আর একটা এ যোগ করে দিল হয়ে গেল EEPROM ( Electronically Erasable Programmable Read Only Memory ) এটা ডেটা গুলো খুব সহজেই পরিবর্তন করা যেতে পারে। এটাকে বাইরে বার করতে হবে না।