প্রথমে আমরা জানবো Ram কি ?



Ram এর পুরো নাম হচ্ছে রেনডম এক্সেসরিজ মেমোরি (Random Accessories Memory ) 

Ram কে Main memory, Primary memory অথবা System memory বলা হয় । 

এই memory আমাদের সব রকম কাজ করে. যদি এই memory না থাকে তবে আমাদের কম্পিউটার কোনরকম কাজ করবে না। Ram মূলত hard drive এর মতই একটি memory । 


কিন্তু Ram আর Hard drive এর থেকে অনেকগুণ বেশি স্পিডের হয়ে থাকে এবং আর একটি প্রধান পার্থক্য হল Hard Driver এ যেমন বিদ্যুৎ না থাকলে ও data গুলি সংরক্ষিত থাকে , কিন্তু Ram ক্ষেত্রে এটির বিপরীত হয়ে থাকে অর্থাৎ যতক্ষণ Ram এ বিদ্যুৎ থাকে ততক্ষণ Ram এ Data গুলি সংরক্ষিত থাকে, এবং বিদ্যুৎ চলে গেলেই ওই Data গুলো মুছে যায় । এর জন্য Ram কে volatile memory ও বলা হয়, 


Ram একটি storage hardware এখানে কম্পিউটার যেটা স্টোর করে রাখে প্রসেস করে আউটপুট দেখানোর জন্য Ram ব্যবহৃত হয়,


Ram এর কয়টি ভাগ ও কি কি ?
How many types of Ram and what is it? 





  1. Static RAM
  2. Dynamic RAM



Dynamic RAM এ আমাদের সব কাজ হয়ে থাকে। যখন আমরা কোন কাজ করি, তখন Dynamic Ram এ উঠে আসে আবার চলেও যায় , যাওয়া- আশা করে ।

কিছু জিনিস আছে যেটা আমরা Static RAM এ রেখে দিই। ওটা আমাদের ইচ্ছা মতো মুছে ফেলতে পারে আবার কমাতেও পারি আবার বাড়াতেও পারে । এতক্ষণ না আমরা পরিবর্তন না করি ততক্ষণ ওটা তার নিজের মতো করে চলতেই থাকবে চলতেই থাকবে । ঘড়ির সময়, আমরা কম্পিউটারে সেট করি, আর ওটা সেট হয়ে যায় Static RAM এর মধ্যে , তারপর যদি আমরা পাঁচ বছর পরেও কম্পিউটার ওপেন করি তখনও সিটি সঠিক সময় ও তারিখ দেখাবে। 



আপনারা যদি আবার বলেন তাহলে কোম্পানি কেন ROM এর মধ্যে সেট করে দেয়নি, কারণ কিছু কিছু মানুষ টাইম ১০ মিনিট আগে রাখে আবার কখনো দশ মিনিট পরে ,কখনো আবার সঠিক রাখে। তাই কোম্পানি ভেবেচিন্তেই ROM এ সেট করে দেয়নি কারণ ও বুঝবে না তাই ওটা RAM এর উপরে ছেড়ে দিয়েছে।


----------------------------------------------------------------