কীবোর্ড কি ? What is the keyboard? 



কীবোর্ড হল কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। কম্পিউটার কে কীবোর্ড ছাড়া কম্পিউটার বলা যাবে না।


অনেকগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইস মিলে একটি কম্পিউটার গঠিত করে। এই ডিভাইস গুলোর মধ্যে


কীবোর্ড অন্যতম ডিভাইস। একজন ব্যবহারকারী কম্পিউটারকে বিভিন্ন ধরনের নির্দেশ বা কমান্ড দেয়। এই


নির্দেশ দেওয়ার জন্য বিশেষ করে কীবোর্ড ব্যবহার করা হয়।

 

এক কথায় বলতে গেলে


এটি একটি input device 

এর মধ্যে তথ্য ঢুকিয়ে দেওয়া হয় 


Keyboard কত প্রকার ও কি কি ? How many types of keyboard and what?

Keyboard আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি 

যথা

  1. Numeric keypad 
  2. Alphanumeric keypad
  3. Functional keypad





Keyboard এর কাজ কি ? What is the function of the keyboard?


কম্পিউটার চালক দ্বারা কীবোর্ড এর মাধ্যমে কম্পিউটার কে ইনপুট কমান্ড দেওয়া হয়। এই কমান্ড গুলি বিভিন্ন ধরনের হতে পারে। যে ইনপুট গুলো কীবোর্ড মাধ্যমে আমরা দিয়ে থাকে সেগুলো মনিটরে প্রদর্শিত হয়। কীবোর্ড এর কাজ অনেক আছে। 



নিউমেরিক কি-প্যাড কি ? What is a numeric keypad ?

নিউমেরিক কি-প্যাড কোথায় থাকে ? Where is the numeric keypad?


কিবোর্ড এর দাম দিকে অবস্থিত ক্যালকুলেটরের মত ১৭ থেকে ১৮টি কী (key ) থাকে তাকে নিউমেরিক কি-প্যাড বলে ।



নিউমেরিক কি-প্যাড - এটি 0,1,2,3, থেকে 9 , + ,- ,= , ইত্যাদি। 


নিউমেরিক কি-প্যাড এর কাজ কি ? What is the function of a numeric keypad?


পরিসংখ্যান ও গণিত বিষয়ক কাজের জন্য নিউমেরিক কী-প্যাড ব্যবহার করা খুব সুবিধা জনক ।



আলফানিউমেরিক কি-প্যাড কি ? What is Alphanumeric Keypad? 

আলফানিউমেরিক এর সংজ্ঞা :- 


A থেকে Z জেড পর্যন্ত বোতাম গুলিকে আলফাবেট কি বলে। আলফাবেট কি গুলি বিশেষ করে টাইপিং করার জন্য ব্যবহার করা হয়। এই বোতাম গুলি সোজাসুজি A থেকে Z পর্যন্ত থাকে না। এই বোতামগুলো একটি সিস্টেম এ সাজানো থাকে। 

যেমন


প্রথম লাইন - Q W E R T Y U I O P


দ্বিতীয় লাইন - A S D F G H J K L


তৃতীয় লাইন - Z X C V B N M


 ফাংশনাল কি-প্যাড কি ?

 What is a Functional Keypad ?


কিবোর্ডের একেবারে উপরের দিকে F1 F2 পর্যন্ত 12 টি key কে ফাংশনাল কি-প্যাড বলে । 


কম্পিউটার কিবোর্ড এর সবথেকে উপর লাইনের key গুলি হল ফাংশনাল কি-প্যাড । সব ধরনের কিবোর্ড এ ফাংশন বাটন থাকে। এই ফাংশন বাটনে F দিয়ে ফাংশন বোঝানো হয়। এই বাটন গুলো পুরোপুরি ১২ টি আছে। F1 থেকে F12 পর্যন্ত। এই key  গুলি প্রত্যেকটি আলাদা আলাদা ফাংশন হিসেবে কাজ করে।