SUMMARY OF THE POEM







 A slow stream flows through a small valley . The entre valley is flooded with sunlight . A young soldier sleeps there with his mouth wide open He keeps his head on a pillow made of fern . He seems sleeping stretching in the sun - Warmed grass . His feet are among the flowers . He looks pale , and seems to be Smiling like an innocent infant . The humming insects do not disturb his sleep at all . He sleeps peacefully keeping his one hand on his breast . But there are two red holes on his body . The holes are the bullet wounds . The wounds indicate that the soldier is dead . । কবিতার সংক্ষিপ্তসার । একটি ছােট্ট নদী একটি ছােটো উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলেছে । পুরাে উপত্যকাটি সূর্যের আলােয় প্লাবিত । একটি যুবক সৈনিক সেখানে মুখ খােলা অবস্থায় শুয়ে আছে । সেফানের বালিশে তার মাথা রেখেছে । মনে হয় সে যেন সুর্যস্নাত ঘাসে টানটান হয়ে ঘুমােচ্ছে । তার পা - দুটি রয়েছে ফুলের মধ্যে । তাকে বিবর্ণ দেখাচ্ছে , আর মনে হয় যেন নিস্পাপ শিশুর মতাে হাসছে । গুনগুনকার । পতঙ্গেরা তার ঘুমের ব্যাঘাত করে না । সৈনিকটি তার বুকের একটি হাত রেখে শান্তিতে ঘুমােচ্ছ । কিন্তু তার শরীরে রয়েহে লাল গর্ত । গর্ত দুটি বুলেটের ক্ষত । দুটি ক্ষত থেকে বােঝা সৈনিকটি মৃত ।


1. How does the stream flow ? [ ছােট্ট নদীটি কীভাবে প্রবাহিত হয় ? ]
ANS . The stream referred in the poem " Asleep in the Valley " flows slowly . |
[ Asleep in the Valley ” কবিতায় উল্লিখিত ছােট্ট । নদীটি ধীরে ধীরে প্রবাহিত হয় । ]

2. What does the stream leave on the bright grass ? [ উজ্জ্বল ঘাসের উপর ছােট্ট নদীটি কী বিছিয়ে রেখেছে ?
ANS . The stream leaves long strands of silver on the bright grass . ।
[ ছােট্ট নদীটি উজ্জ্বল ঘাসের উপর রুপােলি ফিতে বিছিয়ে রেখেছে ।

3. Where do the Sun ' s rays come from ?
[ কোথা থেকে সূর্যরশ্মিগুলি নেমে আসে ? ]
ANS . The Sun ' s rays come from the mountaintop .
 [ পর্বতের চূড়া থেকে সূর্যরশ্মিগুলি নেমে আসে । ]

4 . . . they fill the hollow full of light . " - What does the hollow mean here ?
[ এখানে hollow ' বলতে কী বোেঝানাে হয়েছে ? ]
 ANS . The hollow means the valley lying between the mountains . [ Hollow বলতে পর্বতের মাঝখানে অবস্থিত উপত্যকাকে বােঝানাে হয়েছে । ]


5. How old is the soldier lyinga sleep in the valley ?
[ উপত্যকায় শায়িত সৈনিকটির বয়স কেমন ? ]
  ANS . The soldierlying asleep in the valley is very young .
[ উপত্যকায় শায়িত সৈনিকটি বয়সে বেশ তরুণ । ]

6. What is the pillow of the soldier made of ?
 [ সৈনিকটির বালিশ কী দিয়ে তৈরি ? ]
 ANS . The pillow of the soldier is made of fern .
[ সৈনিকটির বালিশ ফার্ন গাছের পাতা দিয়ে তৈরি । ]

7. How does the soldier look in his sun soaked bed ?
 [ সৈনিকটিকে তার সূর্যস্নাত বিছানায় কেমন দেখাচ্ছে ? ] ANS . The soldier looks pale in his sun - soaked bed .
[ সৈনিকটিকে তার সূর্যস্নাত বিছানায় বিবর্ণ দেখাচ্ছে । ]

 8. How is the bed of the young soldier asleep in the valley ? [ উপত্যকায় ঘুমন্ত যুবক সৈনিকটির বিছানাটি কেমন ? ] ।
ANS . The bed of the young soldier asleep in the valley is warm , green and sun - soaked .
 [ উপত্যকায় ঘুমন্ত যুবক সৈনিকটির বিছানাটি উয় , সবুজ ও সূর্যস্নাত । ]


9. How is the smile of the young soldier asleep in the valley ? [ উপত্যকায় ঘুমিয়ে থাকা যুবক সৈনিকটির হাসিটি কেমন ? ]
 ANS . The smile of the young soldier asleep in the valley is gentle and without guile .
 [ উপত্যকায় ঘুমিয়ে থাকা সৈনিকটির হাসিটি শান্ত ও ছলনাবিহীন । ] .

 10. What is the smile of the young soldier compared with ?
[ যুবক সৈনিকটির হাসিটিকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ? ] .
 ANS . The smile of the young soldier is compared with the smile of an infant .

11. Where is one hand of the young soldier ? | | [ যুবক সৈনিকটির একটি হাত কোথায় রয়েছে ? ]
ANS . One hand of the young soldier is on his breast . [ যুবক সৈনিকটির একটি হাত তার বকের উপর রয়েছে । ]

13. What do the two red holes in the poem - “ Asleep in the Valleysignify ?
[ " Asleep in the Valley " কবিতায় দুটি লাল গর্ত ' কীসের চিহ্ন নির্দেশ করে ? ]

 ANS . In the poem “ Asleep in the Valley " . the two red holes ' signify bullet wounds marked by blood .
 [ " Asleep in the Valley ” কবিতায় ‘ দুটি লাল গত বুলেট সৃষ্ট ক্ষতের ফলে রক্তের চিহ্ন নির্দেশ করে । ]



Exam suggestions , High secondary exam suggestion, Hs exam suggestions, English exam suggestions,  Philosophy suggestion,  High secondary Bengali suggestion, education suggestions, Geography suggestions, Nutrition suggestions. Different different GK, Bengali GK, BA exam suggestions, government different notice. Job news and update, Bengali English GK, HS Biology suggestion, chemistry suggestion, political science suggestions, history suggestions, mathematics suggestion, Madhyamik exam suggestion, Madhyamik Bengali English Geography history mathematic  life science, job news,