1. How did the Tsar nurse the wounded man ? জার কীভাবে আহত ব্যক্তিটির সেবা করেছিলেন ? ] . ( 6 )
 ANS . A wounded man came running out of the wood to the Tsar . He had a fatal wound in his stomach , and blood was flowing from there . He fell on the ground losing consciousness . The Tsar and the hermit unfastened the man ' s clothing . The Tsar washed the wound , bandaged it with | his handkerchief and with a towel the hermit had . But blood did not stop flowing . The Tsar went on washing and rebandaging the wound . At last the man got back his consciousness . The Tsar gave him fresh water to drink . Then they carried the wounded man into the hut and laid him on the bed .
 [ এক আহত ব্যক্তি অরণ্য থেকে দৌড়ে জারের কাছে এসেছিল । তার পেটে ছিল এক মারাত্মক ক্ষত , আর তা থেকে রক্ত ঝরছিল । সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল । জার ও সন্ন্যাসী লােকটির পােশাক আলগা করলেন । জার ক্ষতস্থানটি ধুয়ে দিলেন , নিজের রুমাল ও সন্ন্যাসীর তােয়ালে দিয়ে বেঁধে দিলেন । কিন্তু রক্ত ঝরা বন্ধ হল না । জার পরিষ্কার করা ও ব্যান্ডেজ বাঁধার কাজ করেই চললেন । অবশেষে লােকটি তার জ্ঞান ফিরে পেল । জারতাকে পান করার জল দিলেন । তারপর তারা আহত লােকটিকে কুটিরের ভিতরে নিয়ে গেলেন এবং   বিছানায় শুইয়ে দিলেন ।

2. How did the learned men in the kingdom of the Tsar answer his first question ? Did he agree with it ? [ জারের রাজ্যের জ্ঞানীগুণী ব্যক্তিরা তার প্রথম প্রশ্নটির উত্তর কীভাবে দিয়েছিলেন ? তিনি কি তাতে একমত হয়েছিলেন ? ] ( 5 + 1 )

ANS . The learned men in the kingdom of the Tsar came forward to answer his first question eagerly . Some said the Tsar must make a table of days , months and years ready in advance for every action , and live strictly according to it . Some suggested that the Tsar should always attend to all that was going on , and then do what was most needful . Others , again , said the Tsar should have aCouncil of wise men for suggestion Some , again , preferred to consult magicians for emergency decision .

           No , the Tsar did not agree with the answer given by the learned men .

[ জারের রাজ্যের জ্ঞানীগুণী ব্যক্তিরা তাঁর প্রথম প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য সাগ্রহে এগিয়ে এসেছিলেন । কেউ বলেছিলেন প্রতিটি কাজের জন্য জারকে আগে থেকেই দিন , মাস ও বছরের একটি সারণি তৈরি করতে হবে , আর সেই অনুযায়ী কঠোরভাবে জীবনধারণ করতে হবে । কেউ পরামর্শ দিয়েছিলেন যে জারকে তার চারপাশে যা ঘটছে সে সম্পর্কে মনােযােগী হতে হবে , আর তারপর ঠিক করতে হবে কোন কাজটি করা খুবই জরুরি । আবার কেউ বলেছিলেন জারের উচিত বিজ্ঞ লােকেদের নিয়ে একটি মন্ত্রণাসভা গঠন করা , যারা সঠিক সময়ের পরামর্শ দিতে পারবেন । যখন জারকে কোনাে জরুরি সিদ্ধান্ত নিতে হবে তখন জাদুকরদের সঙ্গে আলােচনা করার পক্ষে কেউ কেউ মত দিয়েছিলেন । না , জার জ্ঞানীগুণী ব্যক্তিদের দেওয়া উত্তরের সঙ্গে একমত হননি । ]

3. "Forgive  Me !" Who is the speaker ? Why did the speaker beg forgiveness ? [ বক্তা কে ? বক্তা ক্ষমাপ্রার্থনা করেছিলেন কেন ? ] । ( 1 + 5 ) ।
ANS , The bearded man is the speaker .  The Tsar had executed the brother of the bearded man and seized his property . So , he resolved to kill the Tsar to avenge his brother ' s  execution . He knew the Tsar had gone alone to meet the hermit . When the Tsar did not return , he came out of his ambush . But he came upon the bodyguard of the Tsar who wounded him seriously . He was bleeding profusely . The irony of fate was that it was the Tsar who saved his | life . That ' s why the man realized his fault and begged the Tsar to forgive him .


[ এখানে দাড়িওয়ালা লােকটি হল বক্তা ।

          জার দাড়িওয়ালা লােকটির ভাইকে হত্যা করেছিলেন আর তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন । তাই সে তার ভাইয়ের হত্যার প্রতিশােধ নেওয়ার জন্য সন্ন্যাসীর কুটির থেকে ফেরার পথে জারকে হত্যা করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল । সে জানত সন্ন্যাসীর সশে করতে জার একাই গিয়েছিলেন । জার যখন ফিরলেন না , সে আপন অবস্থান থেকে বেরিয়ে এসেছিল । কিন্তু সে জারের ক্ষীদের সামনে এসে পড়ল যারা তাকে মারাকভাবে আহত তার প্রচুর রক্তঝরছিল । অদৃষ্টের পরিহাস এই যে জারই তার রক্ষা করেছিলেন । সেকারণে লােকটি তার অন্যায় উপলব্দি হল আর জারের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন । ]


4. What answers did ther hermit give to the kidgs questions ?
[ সয়াসীর্টি জারের প্রশ্নের কী উত্তর দিয়েছিলেন ? ]
ANS . According to the hermit , the most important time was the present time . The Tsar was digging for the hermit , and it saved him from the attack by his enemy . Thus the hermit answered the first question . Again , the Tsar was with the hermit , and attended the wounded man . The Tsar should regard them as important people . In this way , the hermit answered the second question . As to the third question , the most important thing to do was to do good to the people . And the Tsar did it by helping the hermit and by serving the wounded man . At last , the Tsar was satisfied .

 [ সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান সময় । জার সন্ন্যাসীর জন্য মাটি খুঁড়ছিলেন , আর সেটি তাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছিল । এইভাবে সন্ন্যাসী প্রথম প্রশ্নটির উত্তর দিয়েছিলেন । আবার , জার সন্ন্যাসীর সঙ্গে ছিলেন এবং আহত । লােকটির সেবা করেছিলেন । তাদেরকেই জারের গুরুত্বপূর্ণব্যক্তিরুপে । বিবেচনা করা উচিত । এইভাবে সন্ন্যাসী দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিয়েছিলেন । তৃতীয় প্রশ্নটি সম্বন্ধে বলতে হয় , সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মানুষের উপকার করা । আর জার সন্ন্যাসীকে সাহায্য করে এবং আহত লােকটির সেবা করে সেটাই করেছিলেন । অবশেষে জার খুশি হয়েছিলেন । ]


5. Sketch the character of the hermit in Leo  Tolstoy ' s short story Three Questions ” .
[ Leo Tolstoy - এর ছােটোগল্প Three Questions ” - এ সন্ন্যাসীর চরিত্রটি অঙ্কন করাে ] ( 6 ) ।

 ANS . The hermit was a person of extensive knowledge and wisdom . He was very simple . He was hard working and reticখnt enough about answering questions of the Tsar . He was very experienced and patient . Actually he waited for a chance to teach the Tsar through direct experience . Had the hermit answered to the questions of the Tsar promptly , the Tsar would have been killed by his enemy . The hermit not only saved the life of the Tsar , but helped him । find a friend in the end . Thus we see that the hermit was too much practical in his attitude towards life .

 [ সন্ন্যাসী ছিলেন বিস্তৃত জ্ঞান ও প্রয়ার অধিকারী এক ব্যক্তি । তিনি ছিলেন খুবই সরল । তিনি ছিলেন কঠোর পরিশ্রমী , এবং জারের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে যথেষ্ট বাকসংযমী । তিনি ছিলেন । খুবই অভিজ্ঞ ও ধৈর্যশীল । প্রকৃতপক্ষে তিনি জারকে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়ার একসুযােগের অপেক্ষায় ছিলেন । তিনি যদি জারের প্রশ্নগুলির চটপট উত্তর দিয়ে দিতেন তবে জার তার শত্রুর হাতে নিহত হতেন । সন্ন্যাসী শুধুমাত্র জারের জীবনই রক্ষা করেননি , তিনি তাকে পরিশেষে এক বন্ধু খুঁজে পেতে সাহায্য হলেন । কাজেই আমরা দেখি প্রতি দৃষ্টিভঙ্গিতে সন্ন্যাস । খুবই বাস্তববাদী । ] .