Word Art – ওয়ার্ড আর্ট এর ব্যবহার
আমরা এরই মধ্যে MS Word এর বেশ কিছু পোষ্ট দেখেছি। আজ আমরা আলোচনা করবো কিভাবে ওয়ার্ড আর্ট ( Word Art ) ব্যবহার করা হয়। এর আগে Insert থেকে Text Box এর ব্যবহার শিখেছি।
তো আজ আবার আমরা সেই Insert এ ই যাবো Word Art এর জন্য। Ribbon থেকে Insert এ গিয়ে Word Art এ ক্লিক করুন। পাশের ছবিতে তার একটি নমুনা দেয়া হয়েছে। দেখবেন যে A এর বিভিন্ন স্টাইল এসেছে। যে কোন একটি স্টাইলে ক্লিক করুন। দেখবেন Your Text Hear লিখা সহ একটি বক্স এসেছে।
এবার সেই Your Text Here এর মধ্যে ক্লিক করে তাতে আপনার পছন্দের শব্দ বা যা লিখতে চান তা লিখুন। ধরুন আমার লিখলাম এক্সাম
এটাকে digital করার জন্য যখন এর ভিতরে cursor থাকবে তখন বাহিরের যে box টা্ তাছে তাতে ক্লিক করে Keyboard থেকে Delete চাপুন।
পুনরাই এইটাকে ফিরিয়ে আনার জন্য Undo করুন।
ধরুন আমরা লিখাটার স্টাইল টা চেন্জ করবো !
সেটা করার জন্য প্রথমে লিখাটা সিলেক্ট করুন। এবার দেখুন Ribbon এ Drowning Tools Format চলে এসেছে। আসলে ওয়ার্ড আর্ট এর ভিতর কারসর থাকলেই এটা আসে। যাই হোক, সেখান থেকে আপনার পছন্দ মতো স্টাইল নির্বাচন করুন।
যদি ঘুরাতে চান তো ওয়ার্ড আর্ট সিলেক্ট বা তার ভিতর কারসর থাকা অবস্থায় দেখুন, তার উপরে একটা ছোট সবুজ বৃত্ত আছে। সেটার উপর মাউস পয়েন্টার নিয়ে যান, দেখবেন যে রোটেট আইকন এসেছে, এবার ধরে ঘুরান। দেখবেন যে Word Art ঘুরে গেছে।
|
0 Comments