What is computer? Who, where and how many years discovered? How many parts of a computer?



What is Computer? Computer Full From

কম্পিউটার কি? কম্পিউটার এর সম্পূর্ণ নাম


C- Commonly


O -Openating


M- Machine


P - Particularly


U- Use for


T- trade


E- Education


R-  Research




Computer is an electronic device which can Compute, that processes data, conventing it into meaningful by taking some data from usen on us and stone it for future, if we wish. Computer is Very useful to us.





কম্পিউটার এমন একটি electronic Device যেটা তৈরি করা হয়েছে ইনফরমেশন সঙ্গে কাজ করার জন্য, কম্পিউটার শব্দটির নেয়া হয়েছিল " Compute" একটি ল্যাটিন শব্দ থেকে , যার অর্থ হলো ক্যালকুলেশন করা বা হিসেব করা ,

বিশেষভাবে কম্পিউটারের মুখ্য তিনটি কাজ রয়েছে

প্রথম কাজটি হলো ডেটা গ্রহণ করা যাকে আমরা Input বলতে পারি ,

দ্বিতীয় কাজটি হল ডেটা প্রসেস করা এবং প্রসেস করা কাজ কে দেখানো হলো কম্পিউটারের শেষ কাজ যাকে আমরা আউটপুট বলি ,

ইনপুট ডাটার উদাহরণ হল

Mouse, keyboard,

এগুলোকে আমরা ইনপুট ডেটা বলতে পারি

প্রথমে হচ্ছে ইনপুট ডেটা দ্বিতীয় হচ্ছে প্রসেসিং ডেটা এবং তৃতীয় হচ্ছে আউটপুট ডেটা ।



কম্পিউটার হল এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে তথ্যপ্রধান , প্রক্রিয়া করণ , আউটপুট প্রদর্শন ও তথ্য সংরক্ষণ করা যায়, কম্পিউটারের মাধ্যমে জটিল হিসেব বিকাশ থেকে শুরু করে স্থির বা চলন্ত ছবি দেখা ও শব্দ শোনা তথ্য আদান-প্রদান করার সহ নানান ধরনের কাজ করা যায়।


সহজ কথায় বলা যায়, যে ইলেকট্রিক যন্ত্র তত্ত্ব প্রক্রিয়াকরণ করতে পারে তাকে কম্পিউটার বলে ।


Computer কে, কোথায় ও কত খ্রিঃ আবিষ্কার করেন? 

Who invented the computer, where and in what year?


Ans - Chanis Babbage (Japan, 1822).

Chanis Babbage Father of computer


Cheat A New Folder → Right click on the desktop → New → New Folder → Folden →  Folden Name. UseThe computer is divided into two parts here?



 কম্পিউটারকে এখানে দু'ভাগে ভাগ করা হয়েছে ?

The computer is divided into two parts here?





1.Hard Ware 




2. Software