What are the main parts of the computer? What is called hardware and software? example

বন্ধুরা আপনারা অনেকেই কম্পিউটার ব্যবহার করেন বা করছেন কিন্তু আপনার কি জানেন কম্পিউটার মূলত দুই টি ভাগ একটি হলো হার্ডওয়্যার (Hardware ) আর সফটওয়্যার ( Software )

Hardware 

Software 


হার্ডওয়্যার কাকে বলে ? এবং এটির কাজ কি ?
হার্ডওয়ারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?


যে সমস্ত Device গুলি আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি, সেগুলিকে হার্ডওয়ার ( Hardware ) বলে,


হার্ডওয়্যার বলতে আমরা বুঝি কম্পিউটার এবং তার সঙ্গে যুক্ত থাকা সমস্ত যন্ত্রাংশ গুলি কে বলা হয় হার্ডওয়ার (Hardware) । এবং তোমরা জানবেই হার্ডওয়্যার প্রত্যেকটি হার্ডওয়্যারের আলাদা আলাদা আকার থাকে। প্রত্যেকটি হার্ডওয়ার সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। হার্ডওয়্যার গুলি কোনভাবেই সফটওয়্যার ছাড়া পরিচালিত হয় না, একটি হার্ডওয়ারকে পরিচালিত করতে গেলে সফটওয়্যার লাগবেই, 


যেমন একটি কম্পিউটার আছে তার মধ্যে কোন সফটওয়্যার নেই। সেটি কোনভাবেই চলবে না। এরকম ই একটি মোবাইল তার মধ্যে সফটওয়্যার নেই সেটি কি ? সেটি কোনভাবেই চলবে না , কারণ হচ্ছে কোন হার্ডওয়্যার সফটওয়্যার ছাড়া চলতে পারেনা , 

তাই বলেছে হার্ডওয়্যার বলতে বোঝায় কম্পিউটার ও তার সঙ্গে যুক্ত থাকা সমস্ত যন্ত্রাংশ গুলি যেগুলি সফটওয়্যার দ্বারা পরিচালিত হয় এদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও কাজ আছে এবং আকৃতিগত পার্থক্য রয়েছে । 



হার্ডওয়ার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের 

1.ব্যবহৃত 

2.মনিটর, 

3.মাউস, 

4.কিবোর্ড, 

5.প্রসেসর, ইত্যাদি

হার্ডওয়্যার কয় প্রকার কি কি উদাহরণ



  1. ইনপুট জাতীয় হার্ডওয়ার হল - মাউস,কিবোর্ড,লাইটপেন, ইত্যাদি  
  2. প্রসেসিং ইউনিট - CPU micro processor ( CU,ALU)
  3. আউটপুট জাতীয় হার্ডওয়্যার হলো  - মনিটর, স্পিকার, প্রিন্টার, ইত্যাদি 



হার্ডওয়্যারের তিনটি ভাগ:- 

 1.CPU 

 2. Motherboard

 3. Device



সফটওয়্যার ( Software ) কাকে বলে? সফটওয়্যার কয় প্রকার কি কি? ও তার উদাহরণ 


কিছু Instructions ( নির্দেশনা ) যা সফটওয়্যার কে বলে দেয় কি কাজ করতে হবে বা কিভাবে করতে হবে।




সফটওয়্যার হল কতগুলি প্রোগ্রামের সমষ্টি , তাহলে প্রোগ্রাম কি ? 

             প্রোগ্রাম হচ্ছে, কতগুলি নির্দেশ সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম।

            যেমন, ধরো আমরা কোন একটা কাজ করতে চাইছি কাজ করার জন্য নির্দিষ্ট নির্দেশ দেয়া হয়। সেই নির্দিষ্ট নির্দেশ যখন আমরা কম্পিউটারকে গিয়ে করাতে চাই কম্পিউটার কি হয়, সেই নির্দেশকে কম্পিউটার পালন করে থাকে, সেই নির্দেশ গুলি যদি কম্পিউটারে লিখিত করে কম্পিউটারে রাখা যায়।

             সেগুলিকে Software যে ব্যবহারকারী দের কাজ করতে সাহায্য করে, সেই নির্দেশ গুলিকে বলা হয় প্রোগ্রাম ।

              এই প্রোগ্রামের গুলির সমষ্টিকেই সফটওয়্যার বলা হয়। 

সফটওয়্যার হল কতগুলি প্রোগ্রামের সমষ্টি, যা লিখিত তথ্যরূপে কম্পিউটারের মধ্যে সঞ্চিত থাকে এবং এই সফটওয়্যারগুলি ব্যবহারকারীকে কম্পিউটারে যাবতীয় কাজ করতে দেয়। সফটওয়্যার হল হার্ডওয়্যার ও ব্যবহারকারীর সংযোগ মাধ্যম।




কয়েকটি সফটওয়্যার এর উদাহরণ :- 

  1. সংবাদপত্র পুস্তক
  2. টাক্স বিশ্লেষণ
  3. পুস্তক
  4. ম্যাগাজিন
  5. উপযুক্ত শিখুন পরিকল্পনা গ্রহণ
  6. নিরবিচ্ছিন্ন মূল্যায়ন



সফটওয়্যারকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি


প্রথম হচ্ছে সিস্টেম সফটওয়্যার, দ্বিতীয় হচ্ছে এপ্লিকেশন সফটওয়্যার ও তৃতীয় হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার । 


কম্পিউটার এর যে সফটওয়্যার ছাড়া ভাবা যায় না তার নাম হলো সিস্টেম সফটওয়্যার। 

এই সফটওয়্যার ছাড়া কম্পিউটার কোন ভাবেই চলতে পারে না ।

যে অপারেটিং সিস্টেম বেশিরভাগ ব্যবহার করে থাকি তার নাম গুলি হল- windows 7 বর্তমানে windows 8, windows 10 এগুলি ব্যবহার করা হচ্ছে ।




সফটওয়্যার কয় প্রকার ও তার উদাহরণ :- 
What are the types of software and its examples? 


  1. System software - operating system DOS, windows , Linux.                                                         
  2. Application software - MS Office, C, C++, Photoshop, Paint, Media Player                                
  3. Utility software - Translator, loader, Editor, Linker .