The Proposal Long questions 80%  sure common


1. Describe Natalya . [ নাতালিয়ার চরিত্রটি বর্ণনা করাে । ] 
ANS . In Anton Chekhov 's one - act play " The । Proposal , Natalya , according to Lomov , is good looking , excellent as housekeeper . Though shot love - sick , there is no expression of love in her . She is whimsical , quarrelsome and obstinate .
In the argurnet ove the  eadow , drives Mornoy out . But wisheleasy Leo , marriage proposal , she asks he fathe to Lomoy back . shebezpardorifLorray . Seagu gets into an argurrent with Lony ove the hunting dogs . Finally , wheshegetsnarried , st shows no sign of ronance Again , she starts । quarrelling Therefore , she is a p atriatch fo Lomoy .

| ( অস্তন চেকভের একক নাটক " The Proposal ” - এ লােমােভের মতে নাতালিয়া একজন সুদর্শন ও চমৎকার গৃহকর্মনিপুণ । যদিও সে প্রেনড়িত , তরমধ্যে প্রেমের কোনাে প্রকাশ নেই । সে খামখেয়ালি , ঝগড়ুটে এবং জেদি । গােচারণভূমিকে কেন্দ্র করে বিতর্কে সে লোমেভকেতড়িয়ে দেয় । কিন্তু যখন সে লােমােভের বিয়ের প্রস্তৰ শােনে , সেতার পিতাকে লােমােভকে ফিরিয়ে আনার জন্যবলে । সে লােমােতেরকাছে ক্ষমা চায় । সে আবার লােমােভের সঙ্গে উভয়ের শিকারিকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে । পরিশেষে যখন তার বিয়ে হয় , তার মধ্যে প্রেম সম্পর্কিত কোনাে লক্ষণ দেখা যায় না । আবার সে বিবাদ শুরু করে দেয় । সুতরাং , সে লােমােভের সঠিক সমকক্ষ ।



2. Describe Chubukov . [ শুরুকভের চরিত্রটি বর্ণনা করাে । 
ANS . In Anton Chekhov ' s one - act play " The Proposal ' , Chubukov is an old landowner and the father of a grown - up daughter Natalya . Though he is dominated by Natalya , he is concerned about her marriage . He is delighted when Lomov comes with a proposal to marry Natalya . But he gets into argument with Lomoy twice , once over Oxen Meadows and then over hunting dogs . He curses his fate as to how he will । get Natalya married with Lomov . Eventually when Lomov faints , he plays a trick on them to get them married . Thus Chubukov is relieved of । his social liability as a father .

 [ অ্যান্তন চেকভের একাংক নাটক " The Proposal ” - এ শুকভ একজন বৃদ্ধ ভূস্বামী এবং বিবাহযােগ্যা । কন্যা নাতালিয়ার পিতা । যদিও তিনি নাতালিয়ার প্রভাবে পরিচালিত । তিনি তার বিবাহ সম্পর্কে উদবিগ্ন । লােমােভ যখন নাতালিয়ার বিবাহের প্রস্তাব নিয়ে আসে তখন তিনি খুশি হন । কিন্তু তিনি । লােমােভের সঙ্গে দু - দবার বিবাদে জড়িয়ে পড়েন , একবার । গােচারণভূমিকে কেন্দ্র করে , এবং তারপর শিকারি কুকুরকে কেন । করে । তিনি কীভাবে নাতালিয়াকে লােমােভের সঙ্গে বিয়ে দেবেন । সে ব্যাপারে তার ভাগ্যকে দোষারােপ করেন । ঘটনাক্রমে লােমােভ ।
যখন জ্ঞান হারায় তখন তিনি কৌশল করে তাদের বিয়ে দিয়ে দেন । ইভাবে শুরুকভ পিতা হিসাবে সামাজিক দায় থেকে স্বস্তি লাভ করেন ]

3. Briefly out the significance of the title of the play ' The Proposal . [ " The Proposal ” নাটকটির নামকরণের যথার্থতা বিচার করাে । ]

 ANS . The entire play " The Proposal centres round the proposal of marriage . Lomov comes to Chubukov ' s house to ask for his daughter ' s hand in marriage . Chubukov is pleased . But before Natalya learns about the proposal , she gets into an argument with Lomov over the Oxen Meadows . Lomov goes out . When Chubukoy reveals Lomov ' s proposal to Natalya , she is desperate to be married . She insists that her father should bring Lomov back . When Omov returns , neither Lomov nor Natalya can | Putforward the proposal of marriage . They again Get into argument over their hunting dogs . At last Chubukov executes the marriage Proposal . Hence the title is apt . ।


[ " The Proposal ” সমগ্র নাটকটি বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । লােমােভ শুরুকভের কন্যাকে বিয়ে করার জন্য পাণিপ্রার্থী হয়ে তার বাড়িতে আসে । শুরুকভ খুশি হন । কিন্তু নাতালিয়া প্রস্তাবটি জানার আগেই গােচারণভূমিকে কেন্দ্র করে লােমােভের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে । লােমােভ বেরিয়ে যায় । যখন শুবুকভ নাতালিয়ার কাছে লােমােভের প্রস্তাবটি প্রকাশ করেন । তখন সে বিবাহের জন্য ব্যাকুল হয়ে ওঠে । সে তার পিতার কাছে । জেদ ধরে লােমােভকে ফিরিয়ে আনার জন্য । লােমােভ যখন ফিরে আসে , লােমােভ ও নাতালিয়া কেউই বিয়ের প্রস্তাবটি প্রকাশ করতে পারে না । আবার তারা তাদের শিকারি কুকুরকে কেন্দ্র করে বিবাদে । জড়িয়ে পড়ে । অবশেষে শুবুকভ বিবাহ প্রস্তাবটিকে কার্যকর করেন । তাই নামকরণটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে৷ ] ।


4 ) Discuss the reasons why the marriage | proposal is important to all the characters ? [ বিবাহ প্রস্তাবটি কেন সব চরিত্রের কাছে গুরুত্বপূর্ণতা আলােচনা করাে । ]

ANS . Chekhov ' s farce “ The Proposal ” deals with the subject of marriage proposal which is a common desire to all the three charecters . Lomoy is a young man of thirty five . He wants to end his bachelor life by asking Natalya ' s hand in marriage . When he tells this to Chubukov , he is confident that Natalya will certainly accept the proposal as she is love - sick . When Natalya comes to know that Lomoy came with a proposal of marriage , she insists her father to bring Lomoy back . This proves that Natalya is desperate to be married . Thus marriage proposal is important to all the characters .
 [  চেকভের প্রহসন ' The Proposal ” বিবাহের প্রস্তাব । বিষয় নিয়ে রচিত , যেটি সকল চরিত্রের কাছে একান্ত কাম্য । লােমােভ পয়ত্রিশ বছর বয়সি যুবক । সেনাতালিয়াকে বিয়ের জন্য পাণিপ্রার্থী হওয়ার মাধ্যমে তার কৌমার্যের অবসান ঘটাতে চায় । যখন সে শবকভকে এ কথা বলে তিনি বিশ্বাস করেন নাতালিয়া যেহেত প্রেমপীড়িত তাই সেপ্রস্তাবটি নিশ্চিতভাবেই গ্রহণ করবে । নাতালিয়া । যখন জানতে পারে যে লােমােভ বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল , সে তার পিতাকে লােমােভকে ফিরিয়ে আনার জন্য জোরাজুরি । করে । এতেই প্রমাণিত হয় নাতালিয়া বিয়ের জন্য ব্যাকুল । এইভাবে । বিয়ের প্রস্তাব সকল চরিত্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ।



Exam suggestions , High secondary exam suggestion, Hs exam suggestions, English exam suggestions,  Philosophy suggestion,  High secondary Bengali suggestion, education suggestions, Geography suggestions, Nutrition suggestions. Different different GK, Bengali GK, BA exam suggestions, government different notice. Job news and update, Bengali English GK, HS Biology suggestion, chemistry suggestion, political science suggestions, history suggestions, mathematics suggestion, Madhyamik exam suggestion, Madhyamik Bengali English Geography history mathematic  life science, job news,