SUMMARY OF THE POEM


The music of nature never comes to a standstill . During summer , the birds feel tired with the hot sun and hide themselves in the cool shade of the trees . Thenit seems as though the music of nature is stopped . But at that time , the Grasshopper appears with its song . It runs from hedge to hedge . When it is tired out , it takes rest beneath some pleasant weed . In winter , the Cricket shrills from the stove in frosty silence . Its song reminds someone half asleep in the warmth of the house of the Grasshopper ' s song in some grassy hills . ।

 কবিতার সংক্ষিপ্তসার প্রকৃতির গান কখনও স্তব্ধ হয়ে যায় না । গ্রীষ্মকালে সুর্যের প্রখর তাপে পাখিরা ক্লান্তি অনুভব করে , আর গাছের শীতল ছায়ায় লুকিয়ে । পড়ে । তখন মনে হয় যেন প্রকৃতির গান থেমে গেল । কিন্তু সেই সময় ঘাসফড়িং তার সংগীত নিয়ে আবির্ভূত হয় । সেটি এক ঝােপ , থেকে অন্য ঝােপে ছুটে বেড়ায় । যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে কোনাে মনােরম আগাছারনীচে বিশ্রাম গ্রহণ করে । শীতকালে তুষার শীতল নিস্তব্ধতায় চুল্লির ভিতর থেকে ঝিঝি পােকা তীক্ষ আওয়াজ করে ওঠে । ঝিঝির গান ঘরের উয়তার মাঝে আধাে ঘুমে আচ্ছন্ন কোনাে এক ব্যক্তিকে ঘাসে ভরা পাহাড়ের মধ্যে ঘাসফড়িংয়ের গানকে মনে করিয়ে দেয় ।

The Poetry of Earth SAQ question common


1. What do all the birds do when they are faint with the hot sun ? [ সূর্যের প্রখর তাপে যখন পাখিরা অবসন্ন হয় তখন । তারা কী করে ।] 

ANS . When all the birds are faint with the hot sun , they hide in cooling trees .
[ সূর্যের প্রখর তাপে যখন পাখিরা অবসন্ন হয় তখন তারা । গাছের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে । ]

2 . And hide in cooling trees , . . . ” - Who hide in cooling trees ? 
[ গাছের শীতল ছায়ায় কারা আশ্রয় গ্রহণ করে ।]

 ANS . The birds in summer hide in cooling trees ,
 [ গ্রীষ্মকালে গাছের শীতল ছায়ায় পাখিরা আশ্রয় গ্রহণ করে ।


3. How are the birds in summer , according to Keats ?
 [ কিটসের মতে গ্রীষ্মকালের পাখিরা কেমন থাকে ? ] 

ANS . According to Keats , the birds in summer are faint with the hot sun and hide in cooling trees .
[ কিটসের মতে গ্রীষ্মকালের পাখিরা সুর্যের প্রখর তাপে অবসন্ন হয়ে পড়ে আর গাছের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে । ]

3. . . . a voice will run ” – Whose voice is Areferred to here ? 
[ এখানে কার সুরের কথা উল্লেখ করা হয়েছে ? ] 

ANS . In the poem " The Poetry of Earth , the voice of the Grasshopper is referred to here .
[ " The Poetry of Earth " কবিতায় এখানে ঘাস ফড়িংয়ের সুরের কথা উল্লেখ করা হয়েছে । ]


4. From hedge to hedge . . . " - What will run from hedge to hedge ?
 [ এক ঝােপ থেকে অন্য ঝােপে কী শােনা যাবে ?

 ANS . The voice of the grasshopper will run from hedge to hedge .
[ এক ঝােপ থেকে অন্য ঝােপে ঘাসফড়িং - এর সুর শােনা


5.  Who takes the lead in summer luxury ? [ গ্রীষ্মঋতুর আনন্দ বিলাসে কে নেতৃত্ব দেয় ? ] . 

 ANS . In Keats ' sonnet ' ' The Poetry of Earth " , the Grasshopper takes the lead in summer luxury .
[ কিটসের সনেট " The Poetry of Earth ' - এ ঘাস । ফড়িং গ্রীষ্ম ঋতুর আনন্দ বিলাসে নেতৃত্ব দেয় । ]

6. Where does the Grasshopper rest at ease in summer ?
 [ গ্রীষ্মকালে ঘাসফড়িং কোথায় বিশ্রাম গ্রহণ করে ? ] |

 ANS . The Grasshopper rests atease beneath some pleasant weed in summer .
 [ গ্রীষ্মকালে ঘাসফড়িং মনােরম আগাছার নীচে বিশ্রাম গ্রহণ করে ।


7 . When does it seem as though the poetry of earth has ceased ? 
[ কখন মনে হয় যেন প্রকৃতির গান থেমে গেছে ? 

ANS . It seems as though the poetry of earth has ceased in winter . . |
 ( শীতকালে মনে হয় যেন প্রকৃতির গান থেমে গেছে ।

8 . What does the Cricket ' s song seem to | one in drowsiness half lost ?
 [ আংশিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনাে ব্যক্তির কাছে । ঝিঝি পােকার গানকে কী বলে মনে হয় ? ] 

ANS . The Crickets song seems to be the song of the Grasshopper among some grassy fields to one in drowsiness half lost .
[ আংশিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনাে ব্যক্তির কাছে ঝিঝি পােকার গানকে ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে ঘাসফড়িংয়ের গান । বলে মনে হয় । ] |

9. Where does the Grasshopper seem to be , according to one half lost in drowsiness ? 
[ আংশিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনাে ব্যক্তির কাছে ঘাসফড়িং কোথায় রয়েছে বলে মনে হয় ? ]

 ANS . The Grasshopper seems to be among some grassy hills to one half lost in drowsiness. [ আংশিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনাে ব্যক্তির কাছে মনে । হয় ঘাসফড়িংটি ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে রয়েছে । ]


10. What does the Crickets song remind one half - asleep in warmth of winter ? 
 [ শীতের উষ্ণুতায় আংশিক তন্দ্রাচ্ছন্ন ব্যক্তিকে ঝিঝি পােকার গান কী মনে করিয়ে দেয় ? ]

 ANS . The Cricket ' s song reminds one half - asleep in warmth of winter the Grasshopper ' s song and the beautiful days of summer .
 [ শীতের উষ্মতায় আংশিক তন্দ্রাচ্ছন্ন ব্যক্তিকে ঝিঝি পােকার ডাক ঘাসফড়িংয়ের গান ও গ্রীষ্মের সুন্দর দিনগুলির কথা মনে করিয়ে দেয়।]






Exam suggestions , High secondary exam suggestion, Hs exam suggestions, English exam suggestions,  Philosophy suggestion,  High secondary Bengali suggestion, education suggestions, Geography suggestions, Nutrition suggestions. Different different GK, Bengali GK, BA exam suggestions, government different notice. Job news and update, Bengali English GK, HS Biology suggestion, chemistry suggestion, political science suggestions, history suggestions, mathematics suggestion, Madhyamik exam suggestion, Madhyamik Bengali English Geography history mathematic  life science, job news,