1.● Give the substance of the poem "On Killing a Tree" ? ["On Killing a Tree" কবিতাটির সারাংশ লেখা ?]
 ANS. A tree is very strong. It is impossible to kill it with a simple jab of the knife. It has grown slowly consuming different nutrients from the earth and absorbing years of sunlight, air and water. If it is hacked and chopped, it heals its wound naturally. From the part close to the ground, curled green twigs rise. They again give the tree back its former size. So, for killing a tree, its root is to be pulled out from the anchoring earth. After the uprooting process is done, the roots are scorched, choked, browned, hardened, twisted and withered in sun and air.


[ গাছ খুবই শক্তিশালী । সামান্য ছুরির খোঁচায় এটিকে মেরে ফেলা অসম্ভব । মাটি থেকে বিভিন্ন পুষ্টি উপাদান সংগ্রহ করে ও বছরের পর বছর সূর্যের আলাে , বাতাস ও জল শােষণ করে ধীরে ধীরে এটি বেড়ে উঠেছে । একে যদি কোপানাে হয় ও কুচিকুচি করে । কাটা হয় , তবে সে তার ক্ষত প্রাকৃতিকভাবে সারিয়ে ফেলে । মাটির । কাছাকাছি অংশ থেকে কুঞ্চিত সবুজ পাতা আবার গজিয়ে ওঠে । তারা আবার গাছের আগেকার আকৃতি ফিরিয়ে দেয় । তাই , গাছকে | হত্যা করতে হলে আঁকড়ে ধরা মাটি থেকে তার শিকড়টি টেনে । তুলতে হবে । মুলােৎপাটন প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে , শিকড়গুলিকে সূর্যের তাপে ও বাতাসে রেখে দগ্ধ , শ্বাসরােধ ও বাদামি করে , আর । শক্ত হয়ে গেলে দুমড়িয়ে মুচড়িয়ে শুকিয়ে ফেলতে হবে ।



2 .Give the central idea of the Killing a Tree". ["On Killing a Tree"
  ANS. The poem "On Killing a Tree" focuses on the killing of a tree completely by its beneficiary. The poet says that the tree grows slowly consuming the earth and sucking up sunlight, air and water. It does not disturb human beings, rather helps them to live a healthy life. But when it is hacked and chopped for man's greed, it endures its pain silently. After healing itself naturally, it grows new shoots again and gets back to its former size. When man wants to satisfy his major greed, it is uprooted. Actually man is a great killer. This idea is ironically presented in the poem.


[ On Killing a Tree ” কবিতাটি একজন উপকারীর । দ্বারা একটি গাছকে সম্পূর্ণভাবে মেরে ফেলার বিষয়ের উপর আলােকপাত করে । কবি বলেছেন যে গাছ মাটি থেকে খাদ্যসংগ্রহ করে ও সূর্যালোক , বাতাস ও জল শােষণ করে ধীরে ধীরে বেড়ে ওঠে । সে মানুষের কোনাে অসুবিধা করে না , বরং তাদের সুস্থভাবে জীবনযাপনে সাহায্য করে । কিন্তু যখন তাকে মানুষের লােভের । জন্য কুপিয়ে ও কুচিয়ে কাটা হয় , তখন সে নীরবে যন্ত্রণা সহ্য করে । । প্রাকৃতিক নিয়মে নিজেকে সুস্থ করে তােলার পর , আবার তার নতুন পাতা গজায় , আর সে তার আগেকার আকৃতি ফিরে পায় । যখন মানুষ তার চরম লােভ চরিতার্থ করতে চায় , তখন তাকে । মূলােৎপাটিত করা হয় । প্রকৃতপক্ষে মানুষই হল স্বার্থপর হত্যাকারী । । এই ভাবটিই শ্লেষের সঙ্গে কবিতায় উপস্থাপিত করা হয়েছে । ]

3. Justify the significance of the title of the E poem "On Killing a Tree". ["On Killing a Tree" 
 ANS. The poem "On Killing a Tree" presents a graphic description of the total destruction of a tree. The poet states that a simple jab of the knife cannot kill a tree. The reason is that the tree has grown slowly consuming the earth and  absorbing years of sunlight, air and water. Moreover, when it is hacked and chopped, the bleeding bark heals itself. When a man wants to destroy the tree completely, it is uprooted from the earth-cave. This destruction passes through scorching, choking, browning, hardening, twisting and finally withering. Thus the poem describes the process of killing a tree. Hence, the title is apt.

[ “ On Killing a Tree ” কবিতাটি একটি গাছের সম্পূর্ণ । ধ্বংসসাধনের একটি চিত্র তুলে ধরে । কবি বলেছেন যে , একটি ছুরির সামান্য খোচা গাছকে মেরে ফেলতে পারে না । কারণটি এই যে , গাছটি মাটি থেকে খাদ্যসংগ্রহ করে , আর বছরের পর বছর । সূর্যের আলাে , বাতাস ও জল শােষণ করে ধীরে ধীরে শক্তিশালী হয়ে বেড়ে উঠেছে । তা ছাড়া যখন সেটিকে কুপিয়ে ও কুচিয়ে কাটা হয় , তখন সে নিজে নিজেই সেরে ওঠে । মানুষ যখন গাছকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় তখন সেটিকে মাটির - গুহা থেকে । মূলােৎপাটিত করা হয় । এই ধ্বংসকাণ্ড অতিক্রান্ত হয় রােদের তাপে । দগ্ধ হওয়া , শ্বাসরুদ্ধ হওয়া , বাদামি বা তামাটে রঙে পরিণত হওয়া , শক্ত হওয়া , মুচড়ে যাওয়া এবং শেষে শুকিয়ে যাওয়া প্রভৃতির মধ্য । দিয়ে । এইভাবে কবিতাটি গাছকে মেরে ফেলার পদ্ধতির বর্ণনা । দেয় । তাই নামকরণটি যথােপযুক্ত । ]


4. Then the matter
Of scorching and choking
 In sun and air,"
---What is scorched and choked in sun and air ? Bring out the note of irony implied in the quoted lines.

 Ans:-
 The root of the tree is scorched and choked in sun and air.
The poet has said that the tree has grown slowly from inside the earth. It has consumed the mother earth while growing. After rising out of the earth, it feeds upon the top layer of the earth and absorbs years of sunlight, air and water. In this way, it has grown into a big tree. The irony of fate is that the sunlight and air which once nourished it grow, they scorch and choke it to kill it completely.
               
                          গাছের সিকরকে সূর্যের তাপে ও বাতাসে দগ্ধ করা হয় ও শ্বাসরুদ্ধ করা হয়

                         কবি বলেছেন যে গাছ ধীরে ধীরে মাটির ভিতর থেকে উঠে এসেছে । বৃদ্ধির সময় সে মাতৃসম মাটি থেকে খাদ্যগ্রহণ করেছে । মাটি ভেদ করে ওঠার পর , সেটি ভূত্বক থেকে খাদ্যগ্রহণ করে আর সূর্যের আলাে , বাতাস ও জল শােষণ করে । এইভাবে সে মহিরুহে পরিণত হয়েছে । অদৃষ্টের পরিহাস এই যে , যে সূর্যের । আলাে ও বাতাস সেটির বৃদ্ধিতে পুষ্টি জুগিয়েছিল , তারাই এখন তাকে সম্পূর্ণরুপে মেরে ফেলার জন্য দধ করছে ও শ্বাসরােধ করছে । ]