ভারতের সংবিধানের 19 নং অনুচ্ছেদে বর্ণিত স্বাধীনতার অধিকার
ভারতের সংবিধানের 19 নং অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্বাধীনতা বলতে বোঝায় এমন এক সামাজিক পরিবেশ যেখানে প্রত্যেকে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে সমান সুযোগসুবিধা লাভ করে। স্বাধীনতার অধিকার হল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। স্বাধীনতার অধিকার গণতন্ত্রকে সার্থক করে তোলে। ভারতের মূল সংবিধানের 19 নং ধারায় প্রথমে 7 টি অধিকারের উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 44 তম সংবিধান সংশোধন দ্বারা সম্পত্তি অর্জন, দখল ও বিক্রয় করার’ অধিকারটির অবসান ঘটানোর পর বর্তমানে ৪টি অধিকার সংযোজিত আছে। 19 নং ধারা অনুসারে সকল নাগরিকের অধিকার থাকবে—
19[1(a)] স্বাধীনভাবে বাক্ ও মতামত প্রকাশের অধিকার।
19[2(b)] শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার।
19[3(c)] জনগণের সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার।
19[4(d)] ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার।
19[5(e)] ভারত ভূখণ্ডের যে-কোনো অংশে থাকা ও বসবাসের অধিকার।
19[6(f)] নাগরিকদের যে-কোনো কাজ (profession) অথবা যে-কোনো বৃত্তি (Occupation), বাণিজ্য অথবা ব্যাবসা পরিচালনার অধিকার ।
ব্যতিক্রম: সংবিধানের 19 নং ধারায় বর্ণিত অধিকারগুলি অবাধ নয়। সংবিধানের 19 (1) নং থেকে 19 (6) নং ধারার মধ্যে কতকগুলি বাধানিষেধ উল্লেখ করা হয়েছে।
[1] ভারতের সংবিধানে বর্ণিত বাক্ ও মতামত প্রকাশের স্বাধীনতা অবাধ নয় । এখানে সংবিধানের 19 (1) নং ধারার যুক্তিসংগত বাধানিষেধ আরোপ করা হয়েছে।
[a] রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা,
[b] সার্বভৌমিকতা ও সংহতি রক্ষা,
[c] বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা, [d] জনগণের শৃঙ্খলা রক্ষা করা,
[e] শালীনতা রক্ষা করা,
[f] আদালত অবমাননা প্রতিরোধ করা,
[g] মানহানি প্রতিরোধ করা এবং
[h] অপরাধমূলক কাজে প্ররোচনা বন্ধ করার জন্য রাষ্ট্র বাক্ স্বাধীনতার অধিকারের উপর বাধানিষেধ আরোপ করতে পারে।
0 Comments