কিভাবে Quick Access Toolbar কাস্টমাইজ করবেন

 

কিভাবে Quick Access Toolbar কাস্টমাইজ করবেন



এখন আমি আপনাদের জানাবো কিভাবে Quick Access Toolbar কাস্টমাইজ করবেন। তার আগে বলে নেয়া দরকার Quick Access Toolbar কি। MS Word 2010 এর একেবারে উপরের অংশে যে টুলবার টি থাকে (Ribbon এর উপরে ) তাই কুইক একসেস টুলবার।


পাশের ছবিটি খেয়াল করুন, একেবারে উপরের বাম দিকে কয়েকটি Icon আছে। আর আইকন গুলোর ডান পার্শে একটি ড্রপ ডাউন বাটন আছে। এই বাটনে ক্লিক করলে Customize Quick Access Toolbar নামে একটি অংশ খুলে যাবে। এবার দেখুন, উপরে যে কয়টি আইকন আছে তার নামের পাশে টিক দেয়া আছে। আপনি যদি আরও আইকন যোগ করতে চান, তো যা যা প্রয়োজন তার পাশে টিক দিন। এছাড়াও আপনি More Commands… এ ক্লিক করে আরও অনেক Option যোগ করতে পারেন। এখানে অনেক গুলো বিকল্প বাটন খুজে পাবেন।


সাধারনত Quick Access Toolbar টি Ribbon এর উপর থাকে, আপনি Ribbon এর নিচে নিতে চাইলে Show Below the Ribbon এ ক্লিক করে নিন।



|