মাইক্রোসফ্ট অফিস ২০১০ ফাইল ওপেন করা

মাইক্রোসফ্ট অফিস ২০১০ ফাইল ওপেন করা


আগে থেকে ফাইল করা থাকলে সেই ফাইল কে ওপেন করার পদ্ধতি এখন আলোচনা করবো। প্রথমে MS Word 2010 এ প্রবেশ করুন। এরপর মেনু বারের File মেনুতে ক্লিক করে Open এ ক্লিক করুন। এবার Open ডায়ালগ বক্স এলে আপনি যে ফাইল খুলতে চাচ্ছেন সে ফাইলের নাম লিখে Open ডায়ালগ বক্সের এ ক্লিক করুন। যদি ফাইলটি My Document এ থাকে তাহলে খুলে যাবে।




 


যদি ফাইল অন্য কথাও Save করে রাখেন তাহলে সেই জায়গায় গিয়ে ফাইলটি ওপেন করে নিন (অন্য জায়গায় ফাইল Save করার পদ্ধতির মতই)। ফাইল ওপেন করার কি- বোর্ড কমান্ড হচ্ছে Ctrl+O. আপনি সরাসরি সেই ফাইল লোকেশন এ গিয়েও ফাইলের নামের উপর দুইবার ক্লিক করেও ওপেন করে নিতে পারেন।



|