MS Word এ Ruler – Scale এর ব্যবহার



MS Word এ Ruler – Scale এর ব্যবহার


আজ আমরা শিখবো MS Word 2010 এ কিভাবে Ruler বা Scale ব্যবহার করে সুন্দর ও মার্জিত ভাবে লেখাকে সাজাতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক।


MS Word এ লেখাকে সাজাতে Ruler বা Scale এর ব্যবহার গুরুত্বপূর্ণ। অনেক সময় বিভিন্ন ধরনের লেখার উপর নির্ভর করে নির্দিষ্ট বা প্রয়োজনীয় আয়তন এ লেখাকে সাজাতে Ruler ব্যবহার হয়। ডিফল্ট ভাবেই MS Word Document এ Ruler থাকে।




 


আপনার ডকুমেন্ট এ রুলার না থাকলে আপনার Document এ Ruler নেবার জন্য প্রথমে MS word Open করে Ribbon এর View Tab এ Click করুন। তারপর Show Option এ গিয়ে Ruler এর ঘরে Click করুন। তাহলে Screen এ page এর উপর এবং বাম পাশে Ruler বা Scale দেখা যাবে। এখন লেখাকে নির্দিষ্ট প্রস্থ সাজাতে চাইলে উপর এর Ruler থেকে Left Indent ও Right Indent ধরে বামে এবং ডানে প্রয়োজনীয় প্রস্থ নিতে পাবেন। আবার দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বাম পাশের Ruler ব্যবহার করে উপর বা নিচ থেকে দৈর্ঘ্য নির্ণয় করতে পাবেন।




 


Ruler বা Scale উঠিয়ে ফেলার Command

অনেক সময় Word Document এ Ruler এর প্রয়োজন নাও হতে পারে। বিশেষ করে যদি কারো Screen ছোট হয় তাহলে Ruler বেশ কিছুটা জায়গা ধরে রাধে বলে অনেকের অসুবিধা হয়। আসুন জেনে নেওয়া যাক কিভাবে Ruler বা Scale উঠিয়ে ফেলতে হয়।


Ruler বা Scale থাকা অবস্থায় Show Option এ Ruler এর ঘরে Yes বা টিক চিহ্ন দেখা যাবে। এখন যদি আপনি Ruler উঠিয়ে ফেলতে চান তাহলে Show Option এ Ruler এর ঘরে Yes বা টিক চিহ্ন এর উপর Click করুন। তাহলে Ruler বা Scale Close হয়ে যাবে এবং Screen থেকে Ruler উঠে যাবে কিন্তু Select কৃত দৈর্ঘ্য এবং প্রস্থ এর মাপে লেখা সজ্জিত হতে থাকবে।



|