Windows আইকন (Icon) কি ?
Windows আইকন (Icon) কি ?
আইকন হোল windows স্ক্রীন এর অন্যতম মৌলিক উপাদান।
এখানে My Document,My computer,Recycle Bin এগুলোকে আইকন বলা হয়। যেমন এখানে তিনটি আইকন আছে আপনার কম্পিউটারে আরও বেশী icon থাকতে পারে। উল্লেক্ষ আমরা কম্পিউটারে নতুন কোন প্রোগ্রাম style করলে সেটি একটা আইকন ধারন করে। এবং ওই আইকনে ডাবল click করে প্রোগ্রামটি রান করাতে হয়।
0 Comments