MS Word এ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকাট

MS Word এ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকাট




আমরা জানি যে কম্পিউটার পরিচালনায় দক্ষতা বাড়াতে এবং সময় বাঁচাতে এবং খুব দ্রুত কাজ করার জন্য কীবোর্ড শর্টকাট নিয়মগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা আলোচনা করবো MS Wordএ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকাট গুলোর ব্যবহার সম্পর্কে। আমরা মাইক্রোসফ্ট এক্সেলের কিবোর্ড শটকাট নিয়েও আলোচনা করেছি। তো চলুন তাহলে জেনে নেই MS Wordএ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকাট গুলো কিভাবে ব্যবহার করবেন।

Ctrl + A
এই শর্টকাট কীটি একবারে একটি নথিতে সমস্ত পাঠ্য এবং বস্তু নির্বাচন করতে ব্যবহৃত হয়।

Ctrl + B 
লেখাকে বোল্ড করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
Ctrl + C 
লেখাকে কপি করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
Ctrl + D 
ফন্ট ডায়ালগ বক্স অ্যাক্সেস করতে এই শর্টকাট কী ব্যবহার করুন।
Ctrl + E 
কারসর পয়েন্টারকে Center পজিশনে রাখতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + F 
ডকুমেন্টে কোন Word search করার জন্য, এবং কোন কোন পেইজে সেই ওয়ার্ড টি আছে সেখানে যাবার জন্য এই shortcut টি ব্যবহার করতে হয়।
Ctrl + G 
Find & Replace ডায়ালগ বক্সের Go To ট্যাবে যেতে এই shortcut টি ব্যবহার করতে পারবেন।
Ctrl + H 
Find & Replace ডায়ালগ বক্সের Replace ট্যাবে যেতে এই shortcut টি ব্যবহার করতে পারবেন।
Ctrl + I 
লেখাতে ইটালিক ডিজাইন ব্যবহার করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
Ctrl + J 
এল্যাইনমেন্ট অপশনের Justify এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Justify এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়।
Ctrl + K 
হাইপারলিংক ব্যবহার করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + L 
এল্যাইনমেন্ট অপশনের Left এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Left এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়।
Ctrl + M 
বামদিক থেকে প্যারাগ্রাফ Indent করতে এই শটকাট টি ব্যবহার করতে হয়।
Ctrl + N 
নতুন ফাইল নিতে চাইলে shortcut key ব্যবহার করতে হবে।
Ctrl + O 
ডকুমেন্ট library open করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হবে।
Ctrl + P 
কোন ডকুমেন্টকে প্রিন্ট করতে চাইলে এই শর্টকার্ট কী ব্যবহার করলে প্রিন্ট করার ডায়ালগ বক্সটি পেয়ে যাবেন।
Ctrl + Q 
প্যারাগ্রাফে যদি কোন format ব্যবহার করা থাকে তাহলে, প্যারাগ্রাফে ফরম্যাট Remove করতে এই shortcut টি ব্যবহার করতে পারবেন।
Ctrl + R 
এল্যাইনমেন্ট অপশনের Right এল্যাইন নেয়ার জন্য এই শটকাট টি ব্যবহার করতে হয়। এবার Right এল্যাইন উঠিয়ে ফেলার জন্যেও এই শটকাট কমান্ড ব্যবহার করতে হয়।
Ctrl + S 
লিখিত ডকুমেন্টকে সেভ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + T 
Left Indent কে হাফ ইন্চি করে ডানদিকে সরিয়ে নিতে ব্যবহৃত হয়।
Ctrl + U 
লেখার নিচে under-line দিতে কিংবা উঠিয়ে দিতে এই শটকাট কী ব্যবহার করতে পারবেন।
Ctrl + V 
Copy বা cut করা লেখাকে স্থাপন করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + W 
একটিভ ফাইল কে ক্লোজ করতে এই শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
Ctrl + X 
লেখাকে cut করতে অর্থাৎ সম্পূর্ণ লেখাকে এক স্থান থেকে উঠিয়ে অন্য স্থানে ব্যবহার করতে এই Shortcut Key ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে select করে নিতে হবে।
Ctrl + Y 
কোন কিছু আনডু করলে আবার আগের অবস্থায় যাবার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ রিডু
Ctrl + Z 
এটি মূলত আন্ডু করার কমান্ড, ভুল কমান্ড করে অথবা সাধারণ ভাবে পূর্বের অবস্থানে ফিরে আসতে চাইলে এই shortcut key ব্যবহার করতে হয়।
Ctrl + Shift + A 
ইংলিশ ডকুমেন্টের সকল লেখাকে Capital করতে চাইলে এই shortcut ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
Ctrl + Shift + C 
লেখাতে যদি কোন প্রকার format ব্যবহার করা থাকে তাহলে সেই ফরম্যাটটি কপি করতে এই Shortcut কমান্ডটি ব্যবহার করতে পারবেন।
Ctrl + Shift +V 
কপি করা ফরম্যাটকে পেস্ট করতে এই shortcut টি ব্যবহার করতে হবে।
Ctrl + Shift + D 
লেখার নিচে ডাবল আন্ডার লাইন নিতে চাইলে এই shortcut ব্যবহার করতে পাবেন।
Ctrl + Shift + H 
Text ফরম্যাটিং কে হাইড করতে এই shortcut টি ব্যবহার করতে পারবেন।
Ctrl + Shift + K 
ইংলিশ ডকুমেন্টের সকল লেখাকে Capital করতে চাইলে এই shortcut ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই লেখাকে সিলেক্ট করে নিতে হবে।
Ctrl + Shift + W 
লেখাতে কোন স্পেস না রেখেই Underline ব্যবহার করতে এই শটকাট টি ব্যবহার করতে পারেন।
Ctrl + F6 
যদি একাধিক Word document open থাকে তাহলে এই shortcut ব্যবহার করে সহজেই ওপেন কৃত এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে যেতে পারবেন।
Page Down 
কারসর পয়েন্টারকে পেজের Top অংশ থেকে Bottom অংশে নেয়ার জন্য এই shortcut ব্যবহার করতে পারবেন।
Page Up 
কারসর পয়েন্টারকে পেজের Bottom অংশ থেকে Top অংশে নেয়ার জন্য এই shortcut ব্যবহার করতে পারবেন।
Ctrl + End 
কীবোর্ডের এই shortcut key ব্যবহার করে কারসর পয়েন্টারকে জাম্প করে খুব সহজেই পেইজের সবচেয়ে Bottom অংশে নিয়ে যেতে পারবেন।
Ctrl + Home 
কীবোর্ডের এই shortcut key ব্যবহার করে কারসর পয়েন্টারকে জাম্প করে খুব সহজেই পেইজের সবচেয়ে Top অংশে নিয়ে যেতে পারবেন।
Home/End 
কীবোর্ডের এই বাটন গুলো দ্বারা আপনি খুব সহজেই ওয়ার্ডবুকে লিখিত line এর শেষে কারসর পয়েন্টার নিয়ে যেতে End এবং শুরুতে কারসর পয়েন্টার রাখতে Home বাটন প্রেস করুন।
Ctrl + Arrow Right 
এই shortcut ব্যবহার করে কারসর পয়েন্টারকে বামদিক থেকে প্রতিটি ওয়ার্ডকে জাম্প করে খুব সহজেই ডানদিকে নিয়ে যেতে পারবেন।
Ctrl + Arrow Left 
এই shortcut ব্যবহার করে কারসর পয়েন্টারকে ডানদিক থেকে প্রতিটি ওয়ার্ডকে জাম্প করে খুব সহজেই বামদিকে নিয়ে যেতে পারবেন।
Ctrl + Arrow Down 
ওয়ার্ডবুকে লিখিত প্রতিটি প্যারা বা লাইনকে জাম্প করে উপর থেকে নিচের দিকে কারসর পয়েন্টার নিয়ে যেতে এই shortcut key ব্যবহার করত হয়।
Ctrl + Arrow Up 
ওয়ার্ডবুকে লিখিত প্রতিটি প্যারা বা লাইনকে জাম্প করে করে নিচ থেকে উপরের দিকে কারসর পয়েন্টার নিয়ে যেতে এই shortcut key ব্যবহার করত হয়।
Ctrl + = 
সিলেক্ট করা লেখাকে Sub Script আকারে রুপান্তর করতে কিংবা Sub Script এ লেখাকে সাভাবিক করতে ব্যবহৃত হয়
Ctrl + Shift + 
সিলেক্ট করা লেখাকে Super Script আকারে রুপান্তর করতে কিংবা Super Script এ লেখাকে সাভাবিক করতে ব্যবহৃত হয়
এই ছিল আমাদের MS Word এর কীবোর্ড শর্টকাট সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনাদের এই প্রচেষ্টা আপনাদের সামান্য কাজে এলেও আমরা সার্থক। ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না।


|