কিভাবে কম্পিউটার স্টার্ট ও বন্ধ করতে হয়

কিভাবে কম্পিউটার স্টার্ট ও বন্ধ করতে হয়




কম্পিউটার চালু করতে প্রথমে মনিটর ও পিসির পাওয়ার বাটনে ক্লিক করুন, কিছুক্ষণ অপেক্ষা করুন, অল্প সময়ের মধ্যেই আপনার কম্পিউটার চালু হয়ে যাবে। এখানে শেখার কিছু নেই। তবে কম্পিউটার বন্ধ করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।



1- কম্পিউটার চালু থাকা অবস্থায় "তার টেনে" কম্পিউটার বন্ধ করবেন না।



2- কম্পিউটার চালু থাকা অবস্থায় পাওয়ার বোতাম টিপে কম্পিউটার বন্ধ করা যাবে না। তবে চলমান অবস্থায় কম্পিউটার হ্যাং হয়ে গেলে বা আটকে গেলে পাওয়ার বাটন চেপে ধরে বন্ধ করে দিতে পারেন। তবে যতটা সম্ভব এই পদ্ধতির মাধ্যমে যাওয়া ভাল।



3- এবার চলুন দেখে নেই সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করার নিয়ম। কম্পিউটার বন্ধ করার আগে, সমস্ত চলমান প্রোগ্রাম বন্ধ করতে হবে, তারপরে আপনাকে বাম দিকের স্টার্ট মেনু থেকে স্টার্ট বোতামে ক্লিক করতে হবে। স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং কম্পিউটার বন্ধ করুন এ ক্লিক করুন।







এখানে Turn off বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এগুলো হলো কম্পিউটার ঠিকমতো বন্ধ করার নিয়ম।