মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড এ নতুন ফাইল খোলা

মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড এ নতুন ফাইল খোলা


মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড ২০১০ প্রোগ্রামটি চালু করলে এমনিতেই একটি পাতা সহ একটি খালি ফাইল আসে। তবে কেউ যদি নতুন ফাইল খুলতে চান তবে মেনুবারের File এ ক্লিক করে Close এ অথবা Ctrl+w (keyboard command) চাপুন, আগের ফাইলটি বন্ধ হবে। এবার নতুন ফাইল খোলার জন্য মেনুবারের File এ ক্লিক করে New এ ক্লিক করুন, তারপর Blank document নির্বাচন করে ডান পাশ থেকে Create এ ক্লিক করুন (এখানে আরও অনেক অপসন আছে, কিন্তু সেগুলো এখন আলোচনা করছিনা)। দেখেন, একটি খালি পাতা সহ নতুন একটি document file খুলেছে। নতুন ফাইল খোলার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+n.






নতুন ফাইলে লিখুন A quick brown fox jumps over the lazy dog. এই লাইনটিতে মোটামুটি সব কটি বর্ণ আছে এবং এটি লিখলে আপনাদের কি বোর্ডে ভালোভাবে হাত বসবে। আপনারা চাইলে ভালো কোন Type tutor ও নামিয়ে নিতে পারেন নেট থেকে।



|