কম্পিউটারের কয়টি প্রজন্ম ও কি কি ?   

How many generations of computers


First Generation - 1940 - 1956 ( Vacuum Tubes )

Second Generation - 1956 - 1963 ( Transistors )

Third Generation - 1964 - 1971 ( Integrated Circuits ) 

4th Generation - Microprocessor

5th Generation - Present - Beyond ( Artificial intelligence ) 


Input Device - keyboard, Mouse, scanner.

Output Device - printer, monitor, speaker.

Capacity of CD - 700 MB 

Capacity of DVD - 4.7 GB 

Capacity of Floppy Disk - 1.44 MB


কম্পিউটারের প্রজন্ম ও তাদের বৈশিষ্ট্য :- 


First generation Computer এর বৈশিষ্ট্য :- 


Vacuum Tube ছিল এর অন্যতম প্রধান অংশ

যন্ত্রতত্ত্ব প্রবেশের ইনপুট এর জন্য Punched Card ব্যবহৃত হয় । 

Output এর সময় Punched Card ও কাগজ ব্যবহৃত হয় 

বাহ্যিক সঞ্চয় স্থান হিসেবে magnetic Tape ব্যবহৃত হয় ।

বিভিন্ন সুইচ চালানোর জন্য যন্ত্র গুলি মানব নির্ভরশীল ছিল । 

Machine Language এবং অ্যাসাম্বলী Language ছিল , যন্ত্রগুলি প্রোগ্রাম এর Language. 


Second Generation Computer এর বৈশিষ্ট্য :- 


বৈদ্যুতিক Trangestar ছিল সকল যন্ত্রের মূল অংশ।

তথ্য প্রবেশের জন্য Punched Card, Magnetic Tube ব্যবহৃত হতো।

ফল প্রকাশের জন্য Punched Card এ কাগজ ব্যবহৃত হত। 

Magnetic Tape ছিল এর বাহ্যিক সঞ্চয়ের স্থান ।

Punched Card গুলি চালনার জন্য এই যন্ত্র মানব নির্ভরশীল ছিল । 

Fortran, COBOL , Basic , PL/1 ইত্যাদি ছিল এই যন্ত্রগুলির Programmable Language.

Ex - IDM 1400, 


4th Generation Computer এর বৈশিষ্ট্য :- 


NSIC এবং VLSIC হল এই সময়ের কম্পিউটার এর অন্যতম গঠন বর্নালী

উন্নত যন্ত্রের সাহায্যে তথ্য যন্ত্র ও সংবাহিক হয় ।

ফল পাঠানোর জন্য উন্নত মানের যন্ত্র ব্যবহৃত হয় । 

উন্নত Magnatic Disk বাহিক সঞ্চয়ন স্থান হিসেবে ব্যবহৃত হয় ।

অনেক তথ্য নিয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় অন্যতমনের সফটার ব্যবহৃত হয় । 


5th generation computer এর বৈশিষ্ট্য :-


এই জেনারেশন এর বাস্তবায়ন এখনো সম্পূর্ণ হয়নি । বস্তুত বৈজ্ঞানিকরা কম্পিউটার কে Artificial Intelligence এর সাথে যুক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে । এর ফলে কম্পিউটার এর চিন্তার শক্তি ও যুক্তিবোধ বাড়বে । 



Computer Memory 


8 Bits - 1 Byte / 1024 byte = 1KB

1024 is equal to 1 Mega Byte 

1024 MB is equal to 1 Gigabyte 

1024 GB is equal to 1 Tera Byte 

1024 TB is equal to 1 PetaByte

1024 PB is equal to 1 Ena Byte

1024 EB is equal to 1 ZettaByte

1024 ZB is equal to 1 Yetta Byte

1024 YB is equal to 1 Bronto Byte

1024 BB is equal to 1 Geop Byte